আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশ ও কারিগরি শিক্ষা



বর্তমান সরকার একটি লক্ষ্য নিয়ে কাজ করছে। তা হল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এই ডিজিটাল বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল। বাংলাদেশে কারিগরি শিক্ষার প্রসার যেটুকু আছে, তা যে কিভাবে চলছে তার খবর আমরা অনেকে জানি না। দেশে কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে- টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, যুব উন্নয়ন কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি।

এই সব প্রতিষ্ঠানের অধিকাংশ জনবল প্রকল্পের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত। প্রকল্প শেষে এই জনবল নিয়মিত বেতন-ভাতা পান না। এমনকি এদের চাকুরীরর ভবিষ্যত সম্পর্কেও অনেকে জানেন না। তাছাড়া অনেক প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা কোন রকমে পার পেয়ে অর্জন করছে সার্টিফিকেট।

এ ধারা অব্যাহত থাকলে কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ অর্জন ব্যাহত হতে পারে। তাই কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর সহ শিক্ষার মান নিশ্চিত করা দেশ ও জাতির স্বার্থে একান্ত প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.