বোনদের মধ্যে যেমন মিল থাকে তেমনি কোথাও কোথাও থাকে নীরব প্রতিযোগিতা। কোথাও প্রকাশ্যেও, বলে কয়ে। তবে মিলই বেশী। ভাইরা বোনদের জন্যে অনে ক করে থাকে। বেগম রোকেয়াকে তাঁর ভাই কতই না সহায়তা করেছেন।
তবে প্রচলিত কথা, বোনরা বেশী করে ভাইদের জন্যে। যার বোন নেই সে ভাই বুঝতেই পারে না কি পায় নাই। অন্য বোনদের দেখে যদি বুঝে থাকে কিছুটা। এমন ভাইদের কাজিন/অন্য বোনরা একটু বেশী খেয়াল করতে পারে। একই কথা ভাইবিহীন বোনদের জন্যেও প্রযোজ্য।
এমন বোনদের কাজিন/অন্য ভাইরা একটু বেশী খেয়াল করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।