মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
সেলিম আল দীন একজন শক্তিমান নাট্যকার। এদেশের নাট্য জগতে তাঁর জনপ্রিয়তা সবার উর্ধেব। নাটক কোনো এক শ্রেণি-গোষ্ঠীর নয়, নাটক সকলের। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের জীবনের প্রতিচ্ছবিও- নাটকের মূল বিষয় হতে পারে, তা আমরা সেলিম আল দীনের নাটক থেকে পাই। http://www.biplobiderkotha.comView this link
নাটকের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মানুষের মানবিক অধিকার আদায়ের আন্দোলন সম্ভব –তা আমরা সেলিম আল দীনের কাছে শিখি। তিনি নাটককে গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে গিয়েছেন। ভূলে যাওয়া--- হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে মানুষের চেতনার আয়নায় নিয়ে আসার জন্যই তাঁর এই পথচলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।