(গত বছর আজকের দিনে( ১৪ জানুয়ারী) পৃথিবী ছেড়ে চলে গেছিলেন সবার প্রিয় শিক্ষক ,নাট্যকার ডঃ সেলিম আলদীন..........
উনি শুধু একটা নাম না। উনি এক বিস্ময়।
যাকে আমি খুব বেশী জানিনি। উনার লেখা পড়ার সুযোগ ও হয়নি তেমন। কিছু নাটক দেখেছি।
তবে উনি চলে যাওয়ার পর মানুষের বেদনা বোধ দেখেছি।
কান্না দেখেছি।
কষ্ট দেখেছি।
মনে হয়েছে উনি মানুষের চেয়েও বড় কেউ ছিলেন............
উনি চলে যাবার আজ ১ বছর হয়ে গেলো।
সুখের দিন তাড়াতাড়ি চলে যায়।
দুখের দিন যায় না........।
ডঃ সেলিম আলদীনহীন উনার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কেমন চলছে কে জানে!
এমন মানুষের শুন্যস্হান পূরণ হতে অনেক সময় লেগে যায়.........
আশাকরবো উনি যে নাট্যচর্চার জোয়ার শুরু করেছেন তা অব্যাহত থাকুক।
উনার আত্মার শান্তি কামনা করছি।
উনার এবং উনার প্রিয়জনদের জন্য শুভকামনা।
একটা নামহীন কবিতা দিলাম উনার প্রতি শ্রদ্ধা রেখে।
সবার জন্য অনেক শুভকামনা। আমরা সবাই যেনো সুন্দর ভাবে বাঁচি। )
(চলে গেলেন সেলিম আলদীন)
কিছু কিছু সময় আসে।
মনে হয় ঘড়ির কাঁটা থমকে যাবার কথা।
কিছু মানুষের চলে যাওয়া
কেমন ছুঁয়ে যে যায়।
দু'চোখের দৃষ্টিতে অথই কান্নারা।
বুকের গভীরে বেদনার নীল।
এই সব চলে যাওয়া।
মানুষ মেনে নিতে চায়না।
কি ভীষন কষ্টের দিকে ধাবিত হয়
বেঁচে থাকা মানুষ গুলো।
আর্তনাদ ,চিৎকার।
অথচ কেমন চলে যায় সে।
মহা প্রান এক।
চলে যাবার কয়েক মিনিট আগেও বলেছিলেন......
ফিরে আসবেন আবার।
সবার প্রার্থনা ছুঁয়ে আবার হেঁটে বেড়াবেন
পৃথিবীর পথে।
অথচ সবকিছু ফেলে কেমন চলে গেলেন।
পিছে পড়ে থাকলো সব।
মানুষ
প্রকৃতি
প্রিয় মানুষেরা।
অজস্র মানুষের চোখের জল।
সবার প্রিয় মানুষটি আজ
সব কিছু ফেলে চলে গেলেন।
আলো
বাতাস
ফুল
পাখি
ঘাস
স্মৃতির চশমা
কলম
সব কিছু.........
সব কিছু ফেলে চলে গেলেন।
সেইখানে গেলেন।
যেখানে যাওয়া আছে।
ফিরে আসা নেই।
ছবির লিন্ক:
http://www.fineartsbd.com/node/9
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।