হারানো হিয়ার নিকুঞ্জ পথে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি । চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা মলীণ ফুলদ্বয় বৃথাই সেথা হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবসযামী । এলে অবেলায় পথিক বেভুল বিদিছে কাটা নাহি পাবে ফুল কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন জীবনস্বামী । কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীতে "পলাশ এন্ড ফ্রেন্ডস" ব্যান্ডের নিবেদন গানঃ হারানো হিয়া (নজরুল গীতি) কম্পোজিশন:পলাশ এন্ড ফ্রেন্ডস বিঃদ্রঃ জাতীয় কবি'র প্রতি গভীর শ্রদ্ধ্যা আর ভালোবাসা এবং তাঁকে সম্মান জানিয়ে আমরা গানটি করেছি।আমরা আমাদের ঘরানাকে ঠিক রেখে গানটি চেষ্টা করেছি মাত্র।যারা নজরুল গীতি পছন্দ করেন কিংবা চর্চা করেন তাঁদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি,যদি কোনো ভূল থেকে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সবাই ভালো থাকবেন। -পলাশ এন্ড ফ্রেন্ডস ডাউনলোড করুন অথবা, ডাউনলোড করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।