আমাদের কথা খুঁজে নিন

   

পলাশ তোকে...

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



আমি আর আমার খালাত ভাই পলাশ মোটামুটি একই বয়সের। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর পলাশরা রংপুর থেকে আমাদের কাছাকাছি এক বাসায় চলে আসে। তার একটা বড় সড় ভুলের কারনে আমাদের মধ্যে প্রচন্ড ভুল বোঝাবুঝি হয় আর আমি ওর সাথে কথা বন্ধ করে দেই। বছর খানেক বাদে আমার জন্মদিনে আমার টেবিলের উপর একটি জীবনানন্দ দাশ সমগ্র পাই আর তার ভিতর লেখা -- 'আমি ঈশ্বর নই, আমি মানুষ। সময়ের স্রোতধারায় পাপ, দুঃখ সবই দোদুল্যমান।

তবুও সবকিছুর মাঝেও আছে এতটুকু ভালোবাসা, এর মধ্যে থেকে কিছুটা ভালোবাসা তোর জন্য। পারলে বুক পেতে নিস ...। তোর জন্মদিনে পলাশ' এরপর আর রাগ করে থাকে কোন অমানুষ? এই পোস্ট হয়ত পলাশ কোনদিন পড়বে না। তবুও পলাশকে জানাই আমার প্রগাঢ় (ভাতৃসুলভ) ভালোবাসা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.