এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
কা-কা-ক্যাক্ ক্যাক্
কাউয়ার কাজ,
ঢিল খায় কিল খায়
তবু নেই লাজ ।
খাবারের লোভ তার
পেটুকের মত,
কাঁচা খায় পঁচা খায়
যত পায় তত ।
ঘিন নাই পিত নাই
নাই তার রুচি,
পচা গলা ভুঁড়ি খায়
যেন দই লুচি ।
দুর দুর করি তারে
যায় নাকো দুরে,
বেশরম ফিরে আসে
বারবার ঘুরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।