কদিন আগে মাশরাফির বিদ্রোহ! তারপর রাকিবুল!!!
কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে । কি হচ্ছে বাংলাদেশের ড্রেসিং রুমে ।
পত্রিকায় হয়তো সব খবর ঠিকমতো আসেনা। কিন্তু মাশরাফি এবং রাকিবুলের ঘটনায় ড্রেসিং রুমের বিষয়টাও সামনে এসেছে। বোর্ডের দু'টো ঘটনারই (পিছনের কারন) চুলচেরা বিশ্লেষন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।
মাশরাফি আমাদের সেরা পেসার। ব্যাটিংটাও ভালো জানে। সাবেক অধিনায়ক হিসেবে সে আরো সম্মান প্রাপ্য। তবে তার দ্রুত ফিটনেস ফিরে পাওয়া উচিত।
রাকিবুল ঠান্ডা মাথার খেলোয়াড়।
তিন দিনের ম্যাচে ভালো খেলেছে। তবে তার মনেই ছিলো সে টেস্ট খেলবেনা। তারপরেও সে নিজের জিদ বজায় রেখে তিন দিনের ম্যাচ খেলেছে। আগে জানালে তার জায়গায় ভেবেচিন্তে অন্য খেলোয়াড় নেয়া যেত।
সর্বোপরি, এ ধরণের ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য খারাপ।
ড্রেসিং রুমের পরিবেশ ঠিক থাকলে/খেলোয়াড়দের পারষ্পরিক শ্রদ্ধা বজায় থাকলে বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে। বোর্ড/নির্বাচকদেরও অবশ্যই কিছু করার আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।