কোন ইঁদুর, ধাড়ী, না নেংটি? সবরকমই। কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে কিসের ওপর দিয়ে বায় আর যায়-তারাই জানে। আচমকা সামনে এসে ভয় দেখানো, লাফিয়ে দৌড়ে পালানো, খেয়ে সাবাড়, কেটে একাকার কি না করে! নীচতলা, চব্বিশ তলা কোথায় না তাদের বিচরন।টম-জেরীকে পর্দায় দেখতে ভাল লাগলেও বাস্তব জীবনে এদের দৌরাত্ম্য সহ্য করা মুস্কিল।বিষটোপ, আঠা কিছুর কাছেই তারা কাবু নয়, আমরাই তাদের কাছে কাবু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।