আমাদের কথা খুঁজে নিন

   

ইঁদুরের বংশ নিজেই করুন ধ্বংস!

আমি একজন চাকুরিজীবি
ইঁদুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকার একটি প্রাণী। অফিস বা বাড়িতে ইঁদুরের উপদ্রব কম বেশি থাকেই। পাশাপাশি গুদাম, দোকান ইত্যাদি নানা স্থানেও এদের উপদ্রব ঠেকানো মুশকিল। যাদের বাড়িতে ছোট শিশু আছে তারা ইঁদুরের এ উপদ্রব হতে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে ভয় পান। আবার বিষ প্রয়োগ করেও অনেক ক্ষেত্রে বিশেষ কোন লাভ হয় না।

আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই বিষ গুলো ইঁদুর মারার জন্য কার্যকরী প্রমাণিত হয় না কারণ এখন ইঁদুর মারার বিষেও ভেজাল। কাজেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি করে নিন এমন একটি বিষ যা মানুষের জন্য বিষাক্ত নয়, কিন্তু ইঁদুরের জন্য একই সাথে সুস্বাদু ও প্রাণঘাতী। তৈরি করতে লাগবে খুব সামান্য কয়েকটি উপাদান যা আপনার রান্নাঘরেই মজুদ আছে। আসুন নতুনখবর পাঠকবৃন্দ জেনে নেয়া যাক বিষ তৈরি ও তার ব্যবহার প্রণালী। উপকরণঃ ময়দা/আটা- ১/২ কাপ, চিনি- ১/২ কাপ, বেকিং পাউডার- ১/২ কাপ।

প্রস্তুত প্রণালীঃ ময়দা, চিনি ও বেকিং পাউডার এক সাথে মিশিয়ে নিন। ভাবছেন আর কি করবেন? আর কিছুই করতে হবে না। তৈরি আপনার ইঁদুর মারার বিষ। যদি গুঁড়ো অবস্থায় এই বিষ প্রয়োগ করতে না চান, তাহলে সামান্য মধু মিশিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিন। মধু ইঁদুরকে আরও বেশি আকর্ষণ করবে।

ভুলেও পানি দিবেন না যেন। কেননা পানির সংস্পর্শে বেকিং পাউডার কাজ করা শুরু করে দিবে ও ইঁদুর খাওয়ার পর প্রয়োজনীয় ফল দিবে না। একটু ঝামেলার মনে হলেও গুঁড়ো অবস্থাতেই প্রয়োগ করা সবচাইতে ভালো। ব্যবহার প্রণালীঃ এই ছোট বল গুলো ইঁদুরের উপদ্রব বেশি এমন স্থানগুলোতে রেখে দিন। ছোট থেকে বড়, সব প্রকারের ইঁদুর এই বিষে ধরাশায়ী হতে বাধ্য।

বেকিং পাউডার ইঁদুরের পাকস্থলী হজম করতে পারে না। পাকস্থলীর এসিডের সাথে মিশে বেকিং পাউডার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ইঁদুর এই গ্যাস নির্গত করতে পারে না আর এতেই সে মারা যায়। সাধারণত একবার খেলেই ইঁদুরের মৃত্যু সুনিশ্চিত। তবুও সকল ইঁদুর হতে মুক্তি পেতে পর পর ৩ দিন প্রয়োগ করুন।

ইঁদুরের বংশ, বেকিং পাউডার দিয়ে করুন ধ্বংস! বিস্তারিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.