মহাকরণের ইঁদুর অন্ধকার করে দিল অর্থ বরাদ্দ দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতর। ইঁদুরের অন্তর্ঘাতে এমন কাণ্ডটাই ঘটেছে।
কাহিনিটি ঘটেছে গতকাল বৃহস্পতিবারে। মহাকরণের চার নম্বর ব্লকের দোতলায় অর্থ বরাদ্দ দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরে অন্ধকারে ডুবে গেলে কর্মীরা ভেবেছিলেন বিদ্যুৎ-বিভ্রাট। পরে বিদ্যুৎ-বিপর্যয়ের কারণ খুঁজে বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারেরা জানালেন, মেইন সুইচে একটা ধেড়ে ইঁদুরের অন্তর্ঘাতই বিদ্যুৎ বিপর্যয়।
পূর্ত দফতরের কর্তারা জানান, ধেড়ে ইঁদুর দুপুরে কোনও ভাবে সাড়ে ছ’ফুট উঁচুতে থাকা মেন সুইচ বক্সে ঢুকে পড়েছিল। তাতেই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ-সংযোগ ছিন্ন হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।