আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিস্মিত...মর্মাহত!!!



অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি কোন ধরনের এক্স কিবতা প্রতিযোগিতায় অংশ না নিলেও আমার নকল নিক ব্যবহারের মাধ্যমে আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। যিনি বা যারাই কাজটি করেছেন তারা বেশ নিপুণতার সাথেই কাজটি সম্পাদন করেছেন দেখে আমি মুগ্ধ। নাহ্, আমার দেশের ছেলেরা বেশ ঝানু হয়ে উঠেছে বলা যায়। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি; এ ধরনের কোন গালিমিশ্রিত কমেন্ট আমি করিনি। শুধুমাত্র ব্যক্তিগত রেশারেশি ও মতানৈক্যের কারণে এবং আমাকে হেয়-প্রতিপন্ন করার মানসে জনাব 'ডেসপারাডোস' বা তার সতীর্থরা কাজটি করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতএব, ভবিষ্যতে এ ধরনের নিম্ন রুচির কাজ হতে বিরত থাকতে সম্মানিত ব্লগারদের অনুরোধ করছি। এছাড়া 'চোর' কর্তৃক প্রকাশিত কথিত পোস্টে আমার নকল নিক-নেমের কমেন্টের সাথে আমার কোনরূপ সংশ্লিষ্টতা নেই বা এর কোন দায়-দায়িত্ব আমার উপর বর্তানো অন্যায় ও অবিচার বলে গণ্য হবে। সেই সাথে কর্তৃপক্ষকে এ ধরনের কবিতা প্রতিযোগিতার নামে সাধারণ ব্যবহারকারীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।