আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের লেজুড় স্বাস্থ্যপ্রতিমন্ত্রীটিকে এক্ষুণি ঘাড় ধরে মন্ত্রীসভা থেকে বের করুন



সারা দেশের লোক যখন জামায়াত শিবির থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে, সারা দেশের লোক যখন যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার হয়ে উঠছে, তখন স্বাস্থ্যমন্ত্রীর এহেন জামায়াত-প্রীতি জাতিকে ভাবিয়ে তুলছে। এ ধরণের মানসিকতাসম্পন্ন প্রতিটি মন্ত্রীকে ও সাংসদকে এক্ষুণি দল থেকে ঘাড় ধরে বিদায় করা হোক। নিজের ঘরের মধ্যে ইঁদুর পুষে বাইরের ইঁদুরকে তাড়াবে কিভাবে আওয়ামী লীগ ? দৃষ্টান্ত স্থাপন করেছেন পাটমন্ত্রী। তাঁকে শতসহস্র অভিনন্দন। সেবা নিকেতন নামে একটি সংগঠন গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ জানানো হয়। বিকেলে যথারীতি মন্ত্রী এসে হাজির হন। কিন্তু অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা দেখে মন্ত্রী অনুষ্ঠান বর্জন করেন। ওই বৈঠকে উপস্থিত স্থানীয় একাধিক দলীয় নেতা-কর্মী জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক সঙ্গী জামায়াতের নেতা এ কে এম ওয়ালীউল্যাসহ বেশ কয়েকজন জামায়াতের নেতা এ অনুষ্ঠানের আয়ো্জনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রশ্ন হলো, এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ ধরণের ধৃষ্টতা দেখান কোথা থেকে, তা অবশ্যই তাকে জবাব দিতে হবে এবং সাথে সাথে তার এহেন অপকর্মের জন্য যদি নিজেই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন, তাহলে হয়ত বা জাতি আগামীতে তাকে ক্ষমা করে দিলেও দিতে পারে নতুবা তার কপালে জুতাপেটাই অপেক্ষা করছে।

নির্বাচিত হয়ে কেউ যেন নিজেকে কেউকেটা না ভাবে। কারণ যে জনগণ তাদের ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণই প্রয়োজনে কানে ধরে সেখান থেকে টেনে নামিয়ে আনবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.