কুকুরকে মানুষ হবার মন্ত্র দেয়নি প্রভু ।
আমাকে ছাগল বা ভেড়া হবার।
নিমাইকে মানুষ হবার মন্ত্র দেয়নি ভারতী। রতি ও রথ ফেলে
জাত ও জাতি ফেলে মন্ত্র পেয়ে হোলো চৈতণ্য।
আমাকে কি হবার মন্ত্র দিলেন আল্লাহ?
উকিল, ডাক্তার, মোক্তার কবি ইহা জানি মানুষ সৃস্ট আরেকটি পদ।
ঐ পদে কি যাওয়ার মন্ত্র তুমি দিতে পার?
তাহলে তুমি আমাকে নতুন কোন পদ দাও!
যদি না দিতে পার
জাহের ও বাতেনে যদি খবর না লাগাও।-
তোমার নামের অভ্যাস চর্চাই শুরু করিলাম আল্লাহ।
সকলেই মানুষ শব্দ উচ্চারন করিয়া গর্ব অনুভব করে
মানুষ এই, মানুষ সেই, মানুষ অমুক , মানুষ তমুক
তাহারা কেবল মানুষের মধ্যেই মানুষের ইতিহাস সন্ধান করে ।
আমাকে তোমার সেই বোধ দেয়া হয়নি কি যে, মানুষের ইতিহাস
দৃশ্যে ও অদৃশ্যে প্রাণ ও অপ্রাণে প্রকৃতি ও পুরুষে ইবলিশ ও আদমে
ফেরাউন ও মুসায় দন্ড ও নীলনদে
আল্লাহ ও বান্দায়
আলী ও হযরতে
কারবালা ও মুয়াবিয়ার মধ্যে খুঁজিতে হইবে!
মানুষের মধ্যে থাকিয়া মানুষ শব্দ শুনিয়া আমার গর্ব খালাশ হইলো
আঠার হাজার মখলুকাতের জন্যে রচিত হইলো এই একটি পদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।