কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
১১৮০০০০০০ইউরো। টাকায় যার পরিমান হয় ১১৫৬৪০০০০০ টাকা। আমি কি ঠিক ভাবে লিখেছি কিনা কে জানে? ইতালিতে চালু একটি জ্যাকপটের আজকের ভেল্যু এটা। প্রতি দুইদিন পর পর ড্র হচ্ছে আর টাকার পরিমান বাড়ছে। যদি ভাগ্যে থাকে তবে আমিও হতে পারি এই টাকার মালিক। ১ থেকে ৯০ পর্যন্ত যেকোন ছয় নাম্বার মিলে গেলেই কেল্লা ফটে। আর খেলার জন্য দরকার মাত্র ১ ইউরো ৫০ সেন্ট। তবে ভাগ্য পরিক্ষায় নাম লেখাইনি। কারণ ভেবে দেখলাম এতো টাকা দিয়ে কি করবো আমি। আপনারাই বলুন তো কি করা যায় এতো টাকা দিয়ে কি করা যায়? আর আপনি যদি পান তাহলে কি করবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।