পরম করূনাময় মহান আল্লাহর শুকরিয়া, যিনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যেন আমিও একজন মুসলিম হিসেবে মানুষ হতে পারি।
আহমদ আবদুল হালিম
নারী পুরুষ সমান: দু’টি কথা
আমার কথা:
আমিও লেখকের সাথে বলতে চাই, "আমাদের সমাজে নরীর অধিকার বলে কী দেয়া হচ্ছে? নারীর উপর জগদ্দল পাথর ছাড়া কিছু নয়। অধীকারের নামে দায়িত্ব দেয়া হলে জগদ্দল পাথরই বলতে হয়। আর নারীরা অধিকারের নাম নিয়ে দায়িত্বের বোঝা কাদেঁ নিচ্ছে বোকার মতো। প্রথমে অধিকার কাকে বলে ? বুঝতে হবে।
"
কর্মজীবী মেয়েদের কী এখন ঘরে-বাইরে ২ দিক সামলাতে হচ্ছে না? আমিও মেয়ে এবং আমি মনে করি এটি মেয়েদের প্রতি অন্যায় করা হচ্ছে। আবার মেয়েরা ক্যারিয়ার গড়ার মোহে হাইয়ার এডুকেশনের পিছনে ছুটছে, তখন পরিস্থিতি হচ্ছে আরো ভয়াবহ। তাকে সংসার, চাকরি ও পড়াশোনা - ৩ দিক সামলাতে হচ্ছে।
আপনি বিয়ের আগে পড়াশোনা শেষ করবেন? সেখানেও সমস্যা। যখন আপনি বিয়ের পাত্রী, শুনতে হবে আপনাকে ব্য়স বেশী।
বাচ্চা নিবেন? ব্য়স বেশী হয়ে গেছে, ডাক্তার আপনার নানা শারীরিক ত্রুটি খুজে বের করবে।
বাচ্চাও লালন-পালন করছেন? এরপর দেখবেন আপনার বাচ্চা কেমন পরিবেশে মানুষ হচ্ছে তা আপনি জানেন না এবং এজন্য পরিবার থেকে আপনাকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে।
আপনি কোনদিক যাবেন? ভেবে দেখুন, এই কী আপনি চান।
(অসমাপ্ত...)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।