আমাদের কথা খুঁজে নিন

   

দৃস্টি আকর্ষণ: বাংলাদেশের প্রথম নারী....

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

আমাদের দেশের জনগোষ্ঠী অর্ধেকেরও বেশি নারী। এই দেশকে এগিয়ে নিতে হলে কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আবশ্যক। তাই তাদের বঞ্চিত না রেখে সুযোগ দিতে হবে। নারীদেরকেও নিজেদের পথ তৈরী করে নিতে হবে। এখানে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রথম নারী হিসেবে যারা কাজ করেছেন তাদের একটি তালিকা প্রস্তুত করছি। তালিকাটি নারীদেরকে উৎসাহিত করবে এবং তাদের অবদান সম্পর্কে ধারণা দিবে। তবে এটি কোন পূর্ণাঙ্গ তালিকা নয়, আরও গুরুত্বপণ পদবী ও নাম সংযোজন দাবি রাখে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী: সাহারা খাতুন বাংলাদেশের প্রথম নারী পরষ্ট্রমন্ত্রী: ডা. দীপু মণি বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক: রাজিয়া বেগম বাংলাদেশের প্রথম নারী বিচারপতি: নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার: রাবেয়া ভূঁইয়া বাংলাদেশের প্রথম নারী আইনজীবী: মেহেরুন্নেসা খাতুন বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ার: সুরাইয়া বেগন বাংলাদেশের প্রথম নারী কূটনীতিক: তাহমিনা খান ডলি বাংলাদেশের প্রথম নারী ডিআইজি: ফাতেমা বেগম বাংলাদেশের প্রথম নারী এসপি: বেগম রওশন আরা বাংলাদেশের প্রথম নারী ওসি: হোসনে আরা বেগম বাংলাদেশের প্রথম নারী পাইলট: কানিজ ফাতেমা রোকসানা বাংলাদেশের প্রথম নারী ভাষ্কর: নভেরা আহমদ বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার: সাঈদা খানম বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ান: কাজী শাহানা পারভীন বাংলাদেশের প্রথম নারী চক্ষুদানকারী: সুরাইয়া বেগম তালিকাটি সমৃদ্ধ করার জন্য সবার দৃস্টি আকর্ষণ করছি। নোট: নাম দিয়ে আমাকে সাহায্য করেছে আমার ছোট বোন তানজিনা মীম। পুনশ্চ: বাংলাদেশের প্রথম নারী ব্লগার: ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.