শুধু ..
হারিয়ে যাব যেদিন
ঐ নীল পরবাসে
বন্ধু মনে রেখ
ভুলবো তোমায় সেদিন,
ভুলবো তোমার চোখ
ছিঁড়বো তোমার বাঁধন।
নীলাতে ভেসে চলা এক ঝাক
নীল কন্ঠমনী
চোখ জুড়ায় তোমার
ভাসে ঐ দূরে...
সেখান থেকে যদি দেখ
হঠাৎ
সরে গেল একটা নীলা
বুঝে নিও
আমি ভুলেছি তোমায়
আমার অস্তিত্ব
আমার প্রান
সবই এই নীলাতে।
বলোনা কে লিখবে তোমায়
এভাবে তখন?
প্রভাতে চোখ খুলে দেখলে
সাদা মেঘের ভেলা ভাসে
তোমার জানালাতে,
পূবের বাতাস কাঁপুনি ধরায় তোমার
তনুতে,
তরুতে উঠেছে বাবুই,
প্রাণ সঞ্চার করেছে সবুজ পএকলি-
বুঝে নিও
এমনি দিবসে
মনে পড়ছে তোমায়
সবচেয়ে বেশি।
টিনের চালে ঝমঝমিয়ে
বৃষ্টি এলে
মনে করবো তোমায়
রঙ মিশিয়ে
টিপ্ টিপ্ এক ফোঁটা
দুই, তিন, চার ফোঁটা
বুঝবে কাঁদছি তোমায়
স্বরণ করে।
আমার বাড়ির দোয়েল জোড়া
পালিয়ে যখন তোমার বারান্দায়
মনে করো ডাকছি তোমায়।
পায়রা গুলো নূপুর পায়ে
টগবগিয়ে উঠানে
বুঝে নিও
পএ বুঝি এবার তোমার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।