আমাদের কথা খুঁজে নিন

   

"স্মৃতির আড়ালে"


হে প্রিয় দর্শিনী,যাও ! অবরুদ্ধ হৃদয়টাকে আজ পুলকিত কর , এতদিনের ক্লান্তি আর সইতে না পারার যন্ত্রণা ; সত্যিই আজ আমাকে ও বেদনা দেই ; কি আছে করার বল ? মন যে আজ থেমে গেছে , হৃদয় যে আজ ভেঙ্গে গেছে , পুলকিত করার কেউ নেই | হে প্রিয় দর্শিনী,যাও ! অপূর্ণ জীবনকে আজ পূর্ণ কর , অপুর্ণতাকে আজ বিদায় জানাও , পূর্ণতা বয়ে আন হৃদয়ের মাঝে ; পূর্ণতার পরশে বিকশিত হোক তোমারি জীবন | পূর্ণতায় তোমার হৃদয় আজ পুলকিত হোক পূর্ণতৃপ্তি সাজে ; জীবনকে সাজিয়ে নাও অপরূপ সাজে ; যা দেখে মুগ্ধ হবে প্রকৃতি পুত্র যাকে তুমি আজ বরণ করবে পূর্ণ হিয়ার মাঝে | হে প্রিয় দর্শিনী,যাও ! হারিয়ে যাও আজ সেই অচিনপুরে যা চেনা হয়নি কখনো ; যেখানে তোমার দৃষ্টি নন্দন অবয়ব পুলকিত করবে প্রকৃতি পুত্রকে; যেখানে তোমার ক্লান্তি আর গ্লানি মুছে যাবে আনন্দের ভারে ; যেখানে তোমার তপ্ত হৃদয় আজ প্রশান্তির ছায়া পাবে; যার সান্নিধ্যে আজ ভেঙ্গে যাবে তোমার হ্রদয়ের দুঃখের বাঁধ ; শুন্যতায় , সুখ এতদিন পাইনি তোমাকে আজ আসবে তোমার হিয়ার মাঝে | হে প্রিয় দর্শিনী,যাও ! ভুলে যাও , ভুলে যাও , ভুলে যাও আজ অতীতের সব স্বপ্ন ; যে স্বপ্ন তোমাকে এতদিন অবরুদ্ধ করে রেখেছে ; যে স্বপ্ন কে লালন করে হয়তো বা তুমি আজ প্রকৃতি কন্যা ; যে স্বপ্নে বিভোর হয়ে হয়তো বা এতদিন এনেদিয়েছিলে সুখের বন্যা ; জীবনের ছন্ধে হয়তো তুমি এতদিন ভুল করেছিলে ; আজ তোমার সময় হয়েছে ভুল শুধায়ে যাচ্ছ চলে ; সেই অজানা গন্তব্যে , ভুলে যাচ্ছ সেই তুচ্ছ জীব কে যাকে তুমি দিয়েছিলে জীবনের প্রতিশ্রুতি ; যার প্রতি তোমার ছিল অটুট ভালবাসা ; যার প্রতিচ্ছবি তুমি এঁকেছিলে হৃদয়ের ক্যানভাসে |
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।