হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।
বঙ্গবন্ধুর জীবন আদর্শভিত্তিক রাজনীতি করছে আ’লীগ, জিয়াউর রহমানের জীবন আদর্শভিত্তিক রাজনীতি করছে বিএনপি। লেলিন, মার্ক্সবাদ নিয়েও রাজনীতি করছে অনেক দল। মোটকথা, রাজনীতিতে আইডিওলজি থাকবেই।
সে হিসেবে জামায়াত সহ অন্য কিছু দল ধর্মভিত্তিক রাজনীতি করছে। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতেও ধর্মভিত্তিক রাজনীতি আছে। একথাও সত্যি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সব দেশেই জনসমর্থন পাওয়ার েেত্র পিছিয়ে। তাই বলে কিন্তু তাদেরকে চিরতরে নিষিদ্ধ করার ঘোষণা তাও আবার মতাসীন সরকারের প থেকে- এটা আমি মনে করি গনতন্ত্রের পথে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অন্য দেশগুলোর কথা জানি না।
তবে বাংলাদেশে ইসলামভিত্তিক দলগুলোর(জামায়াত, শাসনতন্ত্র, ঐক্যজোট..) মোট অনুসারীদের একটি যোগফল যদি আমরা বের করতে যাই, তাহলে দেখবো সেটা আমাদের দেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির অনুসারীদের চেয়ে অনেক বেশি। আমার মনে হয়, সংসদীয় আসন বিচার না করে জনগনের অংক বিচার করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সেেেত্র অনেকেই বলে থাকেন, শুধু জামায়াতেরই অনুসারীরা জাতীয় পার্টির প্রায় সমান সমান, বরং বেশিও হতে পারে। তাহলে কিভাবে এরকম একটি দলকে নিষিদ্ধ করা সম্ভব- জানা নেই হয়তো কারও। আমি ঢাবির নীল দলের কয়েকজন শিকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম এ প্রসঙ্গে।
তাদের বক্তব্য, ইসলামভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা আসলেই অসম্ভব। এতে দেশে বিশৃংখ্যলা সৃষ্টি হওয়ারও ব্যাপক সম্ভাবনা আছে। আর বর্তমানে প্রচ্ছন্ন জঙ্গি তৎপরতা এ সুযোগে প্রকট আকার ধারণ করবে না, এটাও বলা যাচ্ছে না। সরকারকে তাই ভিন্ন কৌশল নিয়ে ভাবতে হবে।
যা হোক, আমার মনে হয় সরকারের কর্তব্য হওয়া উচিত যুদ্ধাপরাধী ইস্যুতে অনড় থেকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে শান্তি ও শৃংখ্যলা বজায় রাখার জন্য আলোচনা চালিয়ে যাওয়া।
মতাসীন দলের এটাও মাথায় রাখা উচিত, তাদের সাথেও জোট হিসেবে ইসলামী একটি দল রয়েছে এবং জামায়াতকে নিষিদ্ধ করার ঘোষণা তাদের সহ অন্য ইসলামভিত্তিক দলগুলোকেও ভাবিয়ে তুলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।