আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে চুরি

হরিণহাটি এপেক্স গার্মেন্টস কারখানাসংলগ্ন বুথটিতে এই চুরি হয়। শুক্রবার রাতে এ চুরির ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে।
শুক্রবার রাতেই মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেড কোম্পানীর পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত সোমবার (২০ মে) কর্তৃপক্ষ ৪৪ লাখ টাকা রাখে। তিন দিন পর কর্তৃপক্ষ টের পায় ওই বুথে রাখা টাকার মধ্যে ৩৫ লাখ টাকা, সি সি ক্যামেরা ও ডিভিডি নেই।
শনিবার পুলিশ  ডাচ-বাংলা ব্যাংকের ওই বুথটি পরিদর্শন করেছে।
এ সময়  বুথের নিরপাত্তাকর্মী রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে মানিপ্লান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ওই বুথ থেকে ৩৫ লাখ টাকা, সিসি ক্যামেরা ও ডিভিডি চুরি হয়ে গেছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.