প্রথম আলোর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ঢাকার একটি আদালতে মামলা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মামলায় বিবাদি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক-প্রকাশক মতিউর রহমান, পত্রিকাটির মালিক ব্যবসায়ী লতিফুর রহমান, সংশ্লিষ্ট প্রতিবেদক ও পত্রিকাটির সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য ও প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান ট্রান্সক্রাফট লিমিটেডকে। আকবর সোবহান বৃহস্পতিবার বিকেলে ঢাকার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতে মামলাটি দায়ের করেন। বাদির আর্জিতে বলা হয়, "গত বছরের ১২ অক্টোবর বিবাদিরা পরস্পর যোগসাজশে বিদ্বেষমূলকভাবে 'বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া' শিরোনামে খবর এবং কার্টুন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বসুন্ধরার চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের নামে মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়।
"মামলা দায়েরে আদালত ফি দেওয়া হয় ৪০ হাজার ২৫০ টাকা। পরদিন ১৩ অক্টোবর 'হলুদ সাংবাদিকতার অভিযোগ' মন্তব্য নেই প্রধান বিচারপতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যাতে বাদির আত্মীয় স্বজন, প্রতিষ্ঠানের গ্রাহকসহ সবার কাছে তাকে হেয় করা হয় বলে অভিযোগ আকবরের। ১৬ নভেম্বর বাদি বিবাদিকে লিগ্যাল নোটিশ দেন এবং ক্ষমা চাইতে বলেন। ভবিষ্যতে বিবাদীরা যেন তার এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করে সেজন্য আদালতের কাছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন বাদি।
বিচারক এস এম সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে বিবাদিকে কেনো স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তার কারণ ব্যাখ্যা করতে তিন সপ্তাহ সময় দিয়েছেন। ১৫ এপ্রিল মামলার পরবর্তি তারিখ নির্ধারণ করেছে আদালত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।