আমাদের কথা খুঁজে নিন

   

লটারি লটারি লটারি........ একবার এসে দেখুন।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

মাঝে মাঝেই ইমেইল আসে বলে আমি নাকি ১বিলিয়ন ডলার পাইছি। আমার একাউন্ট নাম্বার দিলেই পাঠাইয়া দিবে। একাউন্ট করার পয়সা নাই ঠিক এমন সময় যদি এইরাম একখান ইমেইল আসে, তয় কেমন লাগে কনছেন দেহি? তবে আমার কিরমও লাগে না। কারণ মানুষকে আমি অনেক লাড়াই, তাই আমাকে কেও লাড়াতে পারে না।

আমি বিশ্বাস করি, যারে ভালাবাসি তারে লাড়ানো ফরজ। তাই যেই বেটারা আমাকে ইমেইল করে তাগোরে আমার সেল নাম্বার দেই, লগে লগে হেতেরা ফোন করে, আর আমি তাগোর লগে মজা করার জন্যে কথা লম্বা করি। হেতেরা দিনের পর দিন ফোন করে। মাঝে মাঝে ফোন রিসিভ কইরা গান ছাইরা দেই, হেতেরা ছ্যার ছ্যার করতে থাকে, আমি শালায় ভালা মজা পাই। একবার হয়েছে কি, একটা ইমেইল আসছে।

তাতে বহুত কিছু লিকখা। সংক্ষেপে আমি ১.৫০ বিলিয়ন ডলার পাইছি। ইমেইল বেক করলাম নামবার দিলাম ফোন দেয় না, ফোন দেয় না। সালারা আমারে বেল দিল না। এইবার আমি ফোন দিলাম, তাতেও তারা বেশি বেল দিলো না।

হেতেরা কইল এই এই সিষ্টেমে আসেন। দিলে একটা ধাক্কা খাইলাম। মনে মনে ভাবলাম, হেতেরা কি আমারে লাড়া দিল, নাকি সত্যিই দের বিলিয়ন ডলার পাইয়া গেলাম। এখন আমি চিন্তায় পরে গেছি এত তাকা পেলে কি করবো??? তাই আপ্নাগো লগে আলাপ ঝালাপ করবার চাই। তয় কথা দিলাম টাকা পেলে সামুরে ইট দিয়া পাকা কইরা দিমু।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।