সন্তানের কাছেও শেখার আছে মায়ের। ছোটেদের সালাম দিয়ে শেখাতে চাই সালামের মর্ম।
কিসের এ দুনিয়াদারী
কিসের এ সংসার
পরান পাখি উড়ে গেলে
হবে রে ছারখার
কোথায় রবে সাধেরই সংসার
আজ মরলে কাল দুইদিন
দিনে দিনে মুছবে স্মৃতি
তরা তরি সুধবে যত ঋণ
কেন এত বাহাদুরি যাবে না তো কানাকড়ি
শুধু হাহাকার
চোখ বুঝিলে কে হয় বলো কার
সৎ থাকো সত্য বলরে মন
বেঁচে থাকার সময়টুকু, সেবা প্রেমে
নিজেরে ভাই কর সমর্পণ
কেন এত বাড়াবাড়ি মিথ্যে অহংকার
ঋণের বোঝা বেড়ে গেলে
কি হবে তোমার
কথা : নার্গিস আলমগীর
শিল্পী : বারী সিদ্দিকী
সুর ও সঙ্গীত : বারী সিদ্দিকী
অ্যালবাম : মানব প্রেম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।