রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা পর্বে গতকাল রাতে সংরক্ষিত আসনে বিএনপির সাংসদ শাম্মী আক্তারের বক্তব্যের পর দুই পক্ষে এ উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এ সময় সংসদে ছিলেন না। খালেদা জিয়া ১০ মাস পর ১১ ফেব্রুয়ারি বিরোধী দলের সংসদে ফেরার দিনে সংসদে এসেছিলেন।
শাম্মী আক্তার তাঁর বক্তব্যে বলেন, শেখ মুজিব মারা যাওয়ার পর এক লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা বলেছিলেন, ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল। শেখ মুজিব মারা যাওয়ার পর দেশের মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগের নেতারা ইন্না লিল্লাহি বলেননি।
সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানালে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।’ এর পর আওয়ামী লীগের সাংসদেরা দাঁড়িয়ে ওই বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। ডেপুটি স্পিকার বলেন, ‘অসংসদীয় ভাষা ব্যবহার করলে তা এক্সপাঞ্জ হবে।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।