আজ ৮ টা৫ মিনিটে জাতীয় সংসদে বিরোধীদলীয় সাংসদ শাম্মী আখতার জাতির জনক নিয়ে কটুক্তি করেন। যা নিয়ে সংসদ উত্তেজনার সৃষ্টি হয়। তবে সরকার দল জিয়াউর রহমান নিয়ে কটুক্তির জবাব এর অপেক্ষার যেন সফল পরিসমাপ্তি ঘটল। প্রত্যাশা পুরন হল বিরোধীদলের কোটি কোটি সমর্থকের । বিএনপির সদস্য শাম্মী আকতার বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।
কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগ নেতা লন্ডনে বলেছিলেন, শুকুর আলহামদুলিল্লাহ। ফেরাউনের পতন হয়েছে। তার মৃত্যুর পর কেউ ইন্নালিল্লাহও বলেনি।
আমরা আমজনতা বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোন কটুক্তি শুনতে চাইনা। তারা দশেরে জন্য যা কিছুই করেছেন না কেন তা আমাদরে সবারই কম বেশী জানা।
সুতরং তা নিয়ে এখন তর্ক বতির্ক মানেই দেশকে পিছনে নেবার পায়তারা। যেহেতু সরকারী দল প্রথমেই জিয়াউর রহমানকে কটুক্তি করে সংসদে বক্তব্য প্রদান করেছে তাই শাম্মী আখতারের আজকের কটুক্তি প্রতিবাদেরই নামান্তর। এর জন্য সরকারী দলই দায়ী বলে মনে হয়। তবে শাম্মী আখতারের আজকের প্রতিবাদের বিষয়টি দেখে প্রশ্ন জাগে কতটুকু দেয়ালে পিঠ ঠেকলে এত অল্প জনবল নিয়েও এরকম শক্ত প্রতিরোধের সাহস পায়???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।