Bringing about gentle and painless death from incurable Death. নিমগ্ন চাতক মেঘের নিশানা খোঁজে আকাশে জল তেষ্টার সহজ সমীকরণ; অবিরাম বর্ষণে— সাবালিকা মেঘ, কী করে যেন শোক কাটিয়ে উঠে পড়ে নেয় শাদা থানের কাপড় শান্তির পতাকা! অবুঝ চাতক ঘাত প্রতিঘাতে ডুবন্ত নাবিক যেন দিগবিদিক ছুটে এ আকাশ ও আকাশ বেলাভূমি কস্তুরী আভার চাঁদ শিরীষ বন ছাড়িয়ে যায় পড়ন্ত আকাশে ঝুলে থাকে চাঁদ পেন্ডুলাম যেন অপার্থিব সৌন্দর্যের পাশে অভূক্ত চাতকের তেষ্টা মেঘ আর বৃষ্টির সমীকরণ। চন্দ্রমল্লিকা বনে ডেকে উঠে ভোরের কর্কশ কাক; নরোম আলো থেকে ধীরে ধীরে পিচ গলা রোদ মেঘ আর বৃষ্টির অসমীকরণ ফল চাতকের তেষ্টা। আরাধনা ছেড়ে নিমগ্ন চাতক অচেনা রাজপথে মিছিলে মিছিলে সভা সমাবেশে শ্লোগানে শ্লোগানে ব্যর্থ নেতার মতো রণহুংকার ছেড়ে যায় মেঘ ছুঁতে উড়ে যায় অশ্বত্থের মগডালে। দিবাকর ঘেমে নেয়ে বিশ্রামে ফেরে তুমুল আধাঁরে সাবালিকা মেঘ শান্তির পতাকা ফেলে হলো বুঝি শোকে অগ্নিমূর্তি ! তৃষ্ণার্ত চাতক, হিম জল; হলো বুঝি ভালোবাসার সংক্ষেপিত অবশেষ। কৃতজ্ঞতা- রেজওয়ান মাহবুব তানিম ছবি সূত্র - গুগল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।