আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষ দক্ষিণ সুদানে মোতায়েন করা হলো মার্কিন সেনা

অবশেষে দক্ষিণ সুদানেও মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের মধ্যেই সেখানে মার্কিন সেনাদের পাঠানো হয়েছে।  

মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, দক্ষিণ সুদানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষার জন্য গত বুধবার সেখানে সেনা পাঠানো হয়েছে। দক্ষিণ সুদানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত সেখানে মার্কিন সেনা মোতায়েন থাকবে। হোয়াইট হাউস বলছে, ৪৫ জন মার্কিন সেনাকে দক্ষিণ  সুদানে পাঠানো হয়েছে।

উল্লখ্যে, গত রোববার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সরকারবিরোধী বিদ্রোহ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়লে দু’পক্ষের প্রায় ৫০০ সেনা নিহত হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।