আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই ছুঁয়ে থাকা

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

ওই যে পাহাড় সে কিন্ত তুমি সবুজ সরলতায় কি বিশাল গাম্ভীর্য আমি মুগ্ধ! পাহাড়ের গায়ে যে ঝর্ণা, সে কিন্ত আমি তটিনী, চপলা, স্রোতস্বিনী বন্যা পাহাড়ের ছন্দ! সৃষ্টি আমার তোমাতে, তোমাতেই নিরন্তর বয়ে চলা আমার পুর্ণতা আমার শুন্যতা আমার বন্যতা আমার শুদ্ধতা সবই তুমি- আমার ভালমন্দ । আমি মোহাছন্ন তোমাতে, নিমগ্ন পুজারিনী, সাজাই পুজার থালা তোমার বিশালতায় তোমার ভালবাসায় তোমার গভীরতায় তোমার স্নিগ্ধতায় নিঃশেষে ঢেলে দেই প্রেমের অর্ঘ । শুধুই ছুঁয়ে রই দিনমান তোমাকে পুর্ণিমা, অমাবস্যা, শীত, গ্রীষ্মে আমি নেচে চলি আমি গান গাই আমি কাঁদি, হাসি আমি বেঁচে থাকি নিয়ে শুধু ছুঁয়ে থাকার আনন্দ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।