আমাদের কথা খুঁজে নিন

   

বাকিটা বিড়ি টাইনা পরে লিখমু...................



''নাম'' নিয়া কিছু লিখতে যাইয়া ''দাম'' নিয়া লিখতে মনে চাইছে। পাঠকের অনুমতি পাইলে লিখা যায়। অনুমতিটা নিতে যাইয়া আরেক ফ্যাসাদে। কেউ বলছে দাম নিয়ে লিখার কি আছে? দাম নিয়ে রাজনিতী শুরু করার পায়তার!!! আবার কেউ বলছে দামে কি আসে যায়!!! '''মান'' নিয়ে লিখ আমি পড়েছি বিপদে লিখতে চাইলাম নাম নিয়ে। আমাকে পাঠাইয়া দিল ''মান'' নিয়ে লিখতে।

আমি কি আর করবো তাই ''তাল'' নিয়ে লিখতে বসেছি এসময় আমার টেলিফোনে ক্রিং ক্রিং শব্দে লেখার ''তাল'' কেটে গেল। ''তাল'' লিখেতে গিয়া ''বাল'' হয়ে গেল। কেউ আমাকে দুষারোপ করলে আমি বলবো সবই টেলিফোনের জন্য এমন হয়েছে। হা, কি যেন লিখতে চেয়ে ছিলাম বিষয়টাই ভুলে গিয়াছি। কয়েক দিন যাবত ভুলে যাওয়ার বেরামে ধরেছে আমাকে ।

অনেক চেস্টা করেছি ভুলে যাওয়ার বেরাম থেকে মুক্তি পাইতে। পারি নাই , কেমনে পারুম আজকাল যেদিন পড়ছে............ অনেক কস্টে সিদ্ধান্ত নিয়ে ''কলা'' নিয়ে লিখতে শুরু করলাম। পাঠক চেইতা আমাকে গালি দিয়া বলছে ''কাচকলা'' দেখাইয়া আর কত বোধাই বানাইবা আমাগো!!! তার চেয়ে দেশের লাইগা কিছু লেখ। এখন আপনারাই বলুন আমি কি নিয়া লিখবো? কোন টপিক ছাড়া লিখা কেমন হবে? নিজের মাথার চুল ছিড়ে ছিড়ে ''টাক'' হয়ে গেল!!!!!!!!!!! এবার পাইছি ''টাক" নিয়েই লিখবো। লিখার শুরুতেই লেখা ''ফাক'' ''ফাক'' হইতেছে ।

পাঠক এবার শুধু আমার দিকে দেখলো। আমি বুঝলাম ''ফাক"" তার পছন্দ হয় নাই। আমিও তাকে বল্লাম ভাই আমার দ্বারা লেখা হবে না। আমাকে অন্য ''কাম'' দেন। পাঠক বলছে এবার ''কাম'' নিয়ে লিখ।

আপনারাই বলুন ''কাম'' কি লিখার বিষয়? আমার পাঠক কে অনেক বুঝাইলাম বাবারে, তুমি ''করার'' বিষয় কে কেন লিখার মাঝে টাইনা আনলে? তার উত্তর শুনে আমার টাক মাথায় চুল গজাইতে শুরু করলো। সেই সুখে বিড়ি একটা ধরাইছি বাকিটা বিড়ি টাইনা পরে লিখমু................... (টাইপো থাকলে খমা করবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.