সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
একটু আগে ব্লগে এই পোষ্টটা এসেছিল । তাতে তিনি একটি সাইট বানিয়েছেন যেখানে ফ্রি এ্যান্টি ভাইরাসের ডাউনলোডের সরাসরি লিংক দিচ্ছেন বলে দাবি করছিলেন। নিচের তার পোষ্টের স্ক্রিনশর্ট এর অংশ দেখুন:
তো আমি উনার সেই সাইটে ঢুকে এ্যান্টিভাইরাস নামক কোন লিংক আছে কিনা সেটা দেখার চেষ্টা করলাম। তখন দেখি ডানপাশে একটা লিংক আছে বটে কিন্তু তাতে ক্লিক করলে বলে ওই সাইটে রেজিষ্টার করে তার পর ডাউনলোড করতে হবে। এটা দেখে আমি উনাকে মন্তব্যে বললাম যে আপনি তো কথায় এক আর কাজে আর এক করছেন।
বলেছেন "মাত্র একটি ক্লিক দিলেই শুরু হবে ডাউনেলোড" , আর এখন ঢুকে দেখছি যে রেজি: করে তারপর নাকি ঢুকতে হবে। এটা না করে আপনি যদি আপনার সাইটে-ই সরাসরি ডাউনলোডের লিংকটি দিতেন তো অনেক ব্লগার সেটা থেকে দ্রুত ডাউনলোড করে উপকৃত হতে পারত। "
ব্যস এই সত্য ফাস করে দেয়াতে উনি আমাকে ব্লক করেছেন দেখলাম।
**আসল কথা হচ্ছে উনার এ্যাডসেন্স ব্যবসা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে উনার বেশিরভাগ পোষ্টই তার নিজের সাইটের প্রচার আছে।
আমার কথা এখানে না। এ্যাডসেন্সের ব্যবসা করছেন ভাল, কিন্তু এভাবে ব্লগারদের প্রতারণামূলক তথ্য দেয়া সত্যিই দৃষ্টিকটু দেখায়।
বি.দ্র: এছাড়াও উনি হিট বাড়ানোর জন্য উনার সাইটে নিজেকে মেয়ে বানিয়ে রেখেছে Moushumi নামে !!
**আসুন আমরা সবাই উনার নিচের সাইটে ঢুকে উনার এ্যাডসেন্স এর এ্যাডে ক্লিক করে উনাকে সমৃদ্ধির পথে এগিয়ে দিই।
http://www.moushumi.webs.com
আশা করি এবার থেকে বিজ্ঞাপনীয় ব্লগাররা সচেতন হবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।