Capitalism must die
টিভির পর্দ্দায় দেখলাম শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে বিসমিল্লাহ করলেন। আমি যতদূর জানি তিনি একজন আমেরিকার নাগরিক এবং আমেরিকার নাগরিক হবার সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ নিতে হয়। কোন দেশে ভিন্নদেশী নাগরিকের রাজনীতি করার নজীর আজ পর্যন্ত শুনিনি। বাংলাদেশ নাকি সব সম্ভবের দেশ। সেজন্য বাংলাদেশে এ নিয়ে দেখলাম কোন সুশীল ব্যাক্তি কোন মন্তব্য করলেন না।
জেনে আরো অবাক হয়েছি যে বর্তমান সংসদেও কয়েকজন সাংসদ ও মন্ত্রী আছেন যাদের ভিন্ন দেশের নাগরিকত্ব আছে। এদের মধ্যে আওয়ামী লীগ সম্পাদক আশরাফ যুক্তরাজ্যের, প্রাক্তন প্রতিমন্ত্রী সোহেল তাজও আছেন। আমি হতভম্ব। এর মধ্যে সজীব ওয়াজেদের ফেসবুকে দেখলাম প্রাথমিক সদস্য লাভ করার পরই অনেকে তাকে লিডার বলে ডাকতে শুরু করেছে। ভাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।