আমাদের কথা খুঁজে নিন

   

অবমাননা: ইকোনমিস্টের বিষয়ে আদেশ ২৬ সেপ্টেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি এটিএম ফজলে কবীর নতুন তারিখ ঠিক করে দেন। 
প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করায় এবং এ বিষয়ে ওই বিচারককে টেলিফোনে প্রশ্ন করায় গত বছরের ৬ ডিসেম্বর ইকোনমিস্টের বিরুদ্ধে রুল জারি করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ইকোনমিস্টের সম্পাদক ও দক্ষিণ এশিয়া ব্যুরো চিফের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।  
তবে কথিত সেই কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের তখনকার প্রধান বিচারপতি নিজামুল হক।
ওই রুলের বিষয়ে গত ১৮ জুলাই ইকোনমিস্ট ও প্রসিকিউশনের আইনজীবীদের শুনানি শেষ হয়।
ওই দিন ইকোনমিস্টের পক্ষে ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলেন, বিচারকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করতে পারবে না- এমন কথা বাংলাদেশের কোনো আইনে নেই। সুতরাং ইকোনমিস্ট আদালত অবমাননা করেনি।
এর আগে গত ২৫ মার্চ আদালত অবমাননার বিষয়ে ইকোনমিস্টের পক্ষে লিখিত জবাব দেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।