আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রের অবমাননা হলো

যে ধরনের নির্বাচন হয়েছে তাতে গণতন্ত্রের অবমাননা হলো বলে মনে করছেন প্রবীণ কূটনীতিক ফারুক চৌধুরী। নির্বাচনের পর দিন গতকাল বাংলাদেশ প্রতিদিনের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক এই পররাষ্ট্র সচিব এমন মন্তব্য করে বলেন, আশি বছরের এই প্রবীণ বয়সে এসে দেশকে রসাতলে যেতে দেখে আমি খুব বেদনা অনুভব করছি। তবে সবার মতো আমি বিশ্বাস করি যে এ দেশের মানুষ সত্যিকার একটি গণতন্ত্রকে খুঁজে পাবে।

ফারুক চৌধুরী বলেছেন, যদিও একটি মত রয়েছে এ নির্বাচন সাংবিধানিক শর্ত পূরণ করার জন্য। তবু বলতেই হচ্ছে যে এটি একটি সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ নির্বাচন।

এখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এটা এক অর্থে গণতন্ত্রের অবমাননা। আমি মনে করি না এ নির্বাচন দেশের কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আমি মনে করি না এ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনটি যে অনিশ্চয়তা নিয়ে এসেছে তার সমাধান দুটি রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তার মাধ্যমে করতে হবে।

বাংলাদেশের সবার মতো আন্তর্জাতিক বিশ্বও চাইবে শীঘ্রই এর সমাধান হোক। ফারুক চৌধুরী বলেন, যে নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় তা বিদেশি রাষ্ট্রগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে না, এটাই স্বাভাবিক। এ নির্বাচন বিদেশের কাছে বাংলাদেশের তিলে তিলে গড়ে ওঠা ভাবমূর্তিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করল। আজকের বিশ্ব যদি বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করে তার দায়িত্বও রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মনে করেন ফারুক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ সব দিক থেকেই এগিয়ে যাচ্ছিল।

সেখানে এ ফায়দা লোটার রাজনীতি বাংলাদেশকে নিয়ে বিদেশিদের প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে। আমাদের প্রাপ্য সম্মান ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করছে। এটা দেশের অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। রাজনৈতিক এ সংকটের মধ্যে দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ধ্বংস হয়ে যাওয়াকে জাতীয় জীবনে বড় ক্ষতি বলে মনে করেন ফারুক চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক নিষ্পেষণে দেশের অনাগত ভবিষ্যৎদের শিক্ষাজীবন এমনিতেই ব্যাহত হচ্ছে।

এখন যে স্কুলগুলো আগুনে পুড়ে গেল সেগুলোর ক্ষয়ক্ষতি সারিয়ে না তোলা পর্যন্ত শিক্ষার্থীরা নতুন ক্লাসের পাঠক্রম শুরু করতে পারবে না। এটা হতাশাজনক।

তিনি বলেন, রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। রাজনৈতিক দূরদর্শিতা থাকলে এ ভোগান্তিতে পড়ত না আজকের শিশুরা।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।