বিষণ্ণতা এভাবেই আঁকড়ে ধরে বুক।
ভুলগুলো এভাবেই ধরে হাতের আঙুল।
প্রাণপণ কান্না চাপি চির অভিনেতা।
আজ থেকে তুইও আমার রাতের ত্রিশূল।
কোন আঁধারে লুকাই আমার জল?
কোন আকাশে মিশবে আমার নীল?
সত্তা আমি কবেই তো হারালাম,
নিয়ম এখন ভাবনা-প্রকাশ অমিল।
চোখ দুটো তোর এতই বোকা!
কবিতা সব বোবা। তীব্র ব্যথা।
"ভ্রমর নই, ধুলোর বিন্দু আমি....."
মনে পড়ে মাঝরাতের জেদী বার্তা?
কবিতা আমার দেখ মুড়ল হাঁটু
আমার হয়ে। জুড়ল দুহাত মিনতিতে।
হয়তো কোনো ক্ষমার বৃষ্টি পাঠাব।
ফিরবে কি সে তোর ভালোবাসাতে?
[২০০৮]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।