আমাদের কথা খুঁজে নিন

   

যে জীবন তুমিহীন, তা আমার নয়

যে চূড়া নতজানু, তা পর্বতের নয়, যে পাখি গানহীন, তা অরণ্যের নয়, যে আকাশ একঘেঁয়ে, তা পৃথিবীর নয়, যে জীবন স্বপ্নহীন, তা মানুষের নয়। যে শিশির অস্থির, তা ঘাসফুলের নয়, যে নদী বাউন্ডুলে, তা সমুদ্রের নয়, যে মেঘ ডানাহীন, তা বৃষ্টির নয়, যে জীবন বিষাদশূন্য, তা কবির নয়। যে জীবন বিনীত, তা বিপ্লবীর নয়, যে জীবন মসৃণ, তা স্বাপ্নিকের নয়, যে হাসি পার্থিব, তা শিশুদের নয়, যে চোখ মায়াহীন, তা হরিনের নয়। যে হাত একলা, তা প্রেমিকের নয়, যে তারা পথভোলা, তা নাবিকের নয়, যে ডানা জলহীন, তা আকাশের নয়, যে জীবন তুমিহীন, তা আমার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.