রোববার সকাল পৌনে ৯টার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে জিন্দাবাজার এলাকায় একটি মোটরসাইকেল র্যালি করার চেষ্টা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। ভারি যানবাহন চলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে।
এছাড়া দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে যায়নি।
তবে যথাসময়ে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ।
নগরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে। এছাড়া মাঠে রয়েছে বিজিবি ও র্যাব।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ঢাকায় সভা-সমাবেশ করতে দেয়া এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।