আমাদের কথা খুঁজে নিন

   

কাব্যচিন্তন : সৈয়দ আফসার এর একটি কবিতা



কবিতায় নিরীক্ষণ সাহসী কবিরাই করতে পারেন । আর পারেন , যারা কবিতার মুক্তি চান। এই যে মুক্তি , তার ও একটা সড়ক আছে । আছে সবল প্রস্তুতি। ভাঙার আগে একজন কবিকে শিখে নিতে হয় গড়ার কৌশল।

সৈয়দ আফসার এমন একজন কবি যিনি ভাঙেন গভীর বীক্ষণের মাধ্যমে। আর গড়েন পলিমাটির মায়ায় । তার কবিতার ভেতরে একটা অনুরণন থাকে - যা পাঠককে ধ্যানের যোগান দেয়। পড়ুন তার এই কবিতাটি ......... Click This Link যে পোড়াবিষে আমার ধ্বংস অনিবার্য দীর্ঘরাত্রি জেগে থাকি; দীর্ঘদিন বেঁচে থাকার আশায়। সব কিছুতে আশা করা কি ঠিক? আশা যে কেবল রক্ত ঝরায়।

অলসভাব যাই বলতে নেই; বলো আসি— আশায়-আশায় ফেরি করো আবেগি ইতিহাস। ইন্দ্রইঙ্গিত তোর শ্বাসের ভেতর মিশে যেতে যেতে লুকাই পোড়াবিষ। হারানো মুদ্রার মতো কেনো যে সরে দাঁড়াও তুমিসহ নতুন জামার ঘ্রাণ; যে ঘ্রাণে আমার ধ্বংস অনিবার্য। আমি কি জানি— সেসব : আমাকে কেনো নিতে হবে অপেক্ষার দায়ভার। ঘ্রাণ তুমিও চিনে রাখো; ছুঁয়ে দাঁড়াও; একসাথে গুনে নেবো সব অধিকার অপেক্ষায় নয়; দীর্ঘরাত্রি জেগে থাকি; দীর্ঘদিন বেঁচে থাকার আশায় যে পোড়াবিষে আমার ধ্বংস অনিবার্য; তা কি তোমাকেও পোড়ায়? ------------------------------------------------------------------- প্রথমত যে বিষয়টি এই কবিতায় স্পষ্ট হয়, তা হলো- তুই ও তুমি এর ব্যবহার।

দীর্ঘ বাঁচার প্রত্যাশায় - দীর্ঘ জেগে থাকা ! আর সেই প্রত্যাশাই মানুষকে রক্তাক্ত করে। মানুষ যায়, ফিরে আসার ঘূর্ণায়নে। কবি প্রাণ এবং জামার ঘ্রাণ কে বিনির্মাণ করেছেন বুকের উষ্ণতায় । আবার বলেছেন এই ঘ্রাণের উন্মত্ততায়ই কবির ধ্বংস অনিবার্য । কবির প্রেমিক মন এভাবেই নিয়ন্ত্রণ করে সকল আবেগের উত্থান ।

এই কবিতাটিতে শেষের দুটি পংক্তিতে সমিলের আবাহন সাজিয়েছেন কবি। তার বেশ কিছু কবিতা আছে এই ধাচের । যা একটি বিবর্তনকে স্পষ্ট করেছে। দিয়েছে নতুনতার ভিন্নমাত্রা । ধন্যবাদ কবি সৈয়দ আফসার ।

ছবি- ঈভা আনদার্দ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।