আমাদের কথা খুঁজে নিন

   

জানা আপু এবং সামহোয়্যার ইন ব্লগের সব রুচিশীল ব্লগারদের কাছে বিচার চাই। লেখাটি দয়া করে সবাই পড়ুন

যুক্তি,তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি

গত ১৫ই আগস্ট, ব্লগার সাবু ছেেল একটি ব্লগ লিখেন বাঘের বাচ্চা শাকিব খান!নোংরা কোলকাতাকে ধুয়ে-মুছে সাফ করে দিলেন!!এরকম আরও ব্যক্তিত্ব খুব দরকার। লেখাটির মন্তব্যগুলো দেখুন তাহলে সব বুঝতে পাবেন এখনও সব ওখানে আছে। সেখানে আমি আমার যুক্তি এবং মন্তব্য লিখি কিন্তু লেখক আমার কথার সরাসরি উত্তর না দিয়ে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেন কিন্তু এর পরেও তার কথাগুলোর উত্তর আমি তথ্য প্রমাণ সহ দিয়ে যেতে থাকি কিন্তু উনি তখনোও আমার যুক্তি বা কথার কোন উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে আমি তাকে বলি যে ভাই আমার একটা কথারও জবাব দিতে পারেন নাই। মুর্খ হলেই এটা সম্ভব।

আজাইরা প্যাচাল না পেরে পয়েন্ট টু পয়েন্ট প্রমান সহ উত্তের দেন। । তখন উনি আমাকে বিভিন্ন ধরনের গালাগালি দিয়ে মন্তব্য করতে থাকেন। যার কিছু আমি এখানে তুলে ধরছি। আমাকে ভারতের দালাল বলছে প্রথমে !!!আচ্ছা তাও না হয় মানলাম কিন্তু লেখক আরো বলেছেন: এই কোলকাতার ভেউ ভেউ,ঘেউ ঘেউ কুত্তা,এতক্ষণ ভাই-ভাই করেছি দেখেছি কোন তাল পাসনি,তাইনা? ভাগ কুত্তা এখান থেকে,জারজ দালাল কোথাকার!! তুই বাংলাদেশী হলে এতক্ষণ এরকম ভ্যা ভ্যা করতীনা! তোর মাকে জিজ্ঞেস কর তোর আব্বা কয়টা!! দেখ আবার লিস্টে আমার নাম প্রথমে কিনা।

অশিক্ষিত চুতমারানির পোলা,ভালো ব্যাবহারের দাম দিতে জানিস না!! আরো লিখেছেন:লেখক বলেছেন: খানকীর পোলা অপ্রসাঙ্গিকভাবে পিয়াজের কথা তুলে আবার আমাকে বলে কাম টু দ্যা পয়েন্ট! কোলকাতার কোথাকার কোন বেশ্যা নারীর অশিক্ষিত সন্তানের সঙ্গে এতক্ষণ আমার চ্যাঁটিং চালানোই টা ভুল হয়েছে দেখা যাচ্ছে! কিছু নমুনা স্ক্রিনশট দেখুন: আমি এমন কি বলেছি যে এসব আমাকে বলবে? আমি এই লেখার মাধ্যমে মাফ চেয়ে নিচ্ছি লেখক কে মুর্খ বলার জন্য। এটা কি একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লগ? এক জনের সাথে যুক্তি তর্ক হতে পারে,সেও তার মতামত বা প্রমান লেখার মাধমে দিতে পারে কিন্তু তার মানে এই নয় যে জঘন্য ভাষায় গালাগালি করা। পরে লেখক আমাকে ব্লক করে দিয়েছে যাতে আমি মন্তব্য করতে না পারি। এর পর যারাই ঐ লেখা পড়েছে তারাই বাজে কথা বলেছে কারন লেখকের মন্তব্য প্রকাশ হচ্ছিল আর আমি ব্লক তাই নিজেকে ডিফেন্ড করতে পারিনি। আমি আপত্তিকরঅপশনে বার বার ক্লিক করছিলাম কিন্তু এরর দেখাচ্ছিল।

আমি সরাসরি জানা আপুকে মেইল করলাম। ডিটেইল জানিয়ে। এবং কথপোকথনের স্ক্রিনশট পাঠিয়ে দিলাম। এর পর লেখকের একটি মন্তব্য মুছে দেয়া হয়েছে। কিন্তু এখনোও বাকি মন্তব্যগুলো আছে আপনারা লিংকটি দেখুন।

আমি বেশ কয়েকবার জানা আপুকে বলেছি ব্যাবস্থা নিতে কিন্তু উনি কোন এ্যাকশান নেন নাই। আমি আমি জানা আপুকে ১৬ তারিখে ২টা,১৮তারিখে ১টা এবং আবারো ২২তারিখে ১টা মেইল দিয়েছি রিমাইন্ডার দিয়ে কিন্তু কোন উত্তর নাই। আমি আবার এই লেখার মাধ্যমে জানা আপু এবং সামহোয়্যার ইন ব্লগের সব রুচিশীল ব্লগারদের কাছে বিচার চাচ্ছি। আর শুধু মন্তব্য মুছে ফেললেই সব শাস্তি হয়ে গেল?আমাকে যেসব গালি দেয়া হল সেগুলোতো হাজার মানুষ দেখে ফেলেছে অলরেডি সেটা তো আর ফিরিয়ে আনতে পারবেনা। আর মন্তব্য মুছে ফেলা কি রকম শাস্তি?বরং সে তো সুযোগ পেয়ে গেলো যে সে পরে এভাবে অন্যকেও গালি দিবে।

খুব বেশি হলে মডুরা মন্তব্য মুছে দিবে। সেটা কোন শাস্তি না। পরিশেষে আমি জানা আপু সহ সবার কাছে এটার বিচার চাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.