লেখার কিছু পাই না, তাই আবোল তাবোল লিখি
ভায়াগ্রার বিকল্প হিসেবে শুকরের মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডে কির্শনার। রাষ্ট্রীয় দায়দায়িত্বে কর্মব্যস্ত সপ্তাহজুড়ে স্বামীর সঙ্গে খুব একটা সময় কাটানোর সুযোগ পান না তিনি৷ তবে এ সপ্তাহান্তের অবসরে বার্বিকিউ করা শুকরের মাংস খাওয়ার পর স্বামীর সঙ্গে ‘খুবই ভাল একান্ত সময়' কেটেছে বলে জানিয়েছেন ক্রিস্টিনা৷ তিনি বলেন, বিষয়টা আমি ঠিকমতো না জানলেও আমি বলছি, শুকরের মাংস খাওয়াটা যৌন জীবনকে সুখের করে৷ আমি বলবো ভায়াগ্রা খাওয়ার চেয়ে পুড়িয়ে নেওয়া শুকরের মাংস খাওয়াটা অনেক মজার।শুকরের খামার নেতাদের সঙ্গে এক সাক্ষাতে স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্শনারের সঙ্গে একান্ত অবসর সম্পর্কে তিনি আরও বলেন, ওই সপ্তাহান্তে সবকিছু খুবই ভালভাবে হয়েছিল, তাই এটা সত্যিও হতে পারে! বিশ্বে মাথাপিছু সবচেয়ে বেশি গরুর মাংস খেয়ে থাকেন আর্জেন্টিনার নাগরিকরা৷ কিন্তু গরুর মাংসের দাম ক্রমাগত বাড়তে থাকায় এবং মাংস শিল্পখাতের বৈচিত্রময় বিকাশে সরকার শুকরের মাংস জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছে৷সরকারের এই প্রয়াসের অংশ হিসেবেই শুকরের খামারীদের এক সভায় বক্তৃতা করেন প্রেসিডেন্ট৷ টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তৃতায় সবাইকে বেশি করে শুকরের মাংস খাওয়ার আহ্বান জানিয়ে ৫৭ বছর বয়সি এই নারী বলেন, এটা পরখ করে দেখতে আমাদের পয়সা খরচ করতে হচ্ছে না, তাই চলুন চেষ্টা করে দেখা যাক৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।