আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্লার রায় ও ভায়াগ্রার ক্রিয়া বিশেষ

অদ্ভুত পৃথিবী

কি যে লিখব তা খুজে পাচ্ছিনা, কাদের মোল্লার রায় নিয়ে ক্লাইমেক্স এর শেষ নেই। কাদের মোল্লা এমন একজন মানূষ যে মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও এখনও বেচে আছে!! ফাসি হবে হবে বলেও হল না। আমার মনে হয় কাদের মোল্লার আইনজীবী খুব ঝানু ,তিনি আইনের ফাক ফোকর ভালোই জানে তাই তো কাদের মোল্লার মৃত্যুর ১ ঘন্টা আগে স্থগিতাদেশ নিয়ে আসে। এই লোকটা যদি কাদের মোল্লার বিপক্ষে থাকতো তাইলে এই মামালা আগেই কেল্লাফতে হইতো কিন্তু বিপক্ষে যাওয়ার কারনে এখনও শেষ হয় নাই। সরকার পক্ষের আইনজীবী রা হয়তো কল্পনাই করতে পারে নাই তিনি এই ধরনের এটি আদেশ নিয়ে আসবেন। আসলে শক্তির চেয়ে বুদ্ধি যে বড় তা আবার প্রমান হল। সরকার পক্ষের আইনজীবীরা হয়ত চিন্তা করেছিল তাদের কাজ বুঝি শেষ হয়ে গেছে কিন্তু কাজ তো আরও আছে , শেষ হইয়াও হইলো না শেষ । আইন যে বুদ্ধির মারপ্যাচ তা আইনজীবীরা জানত না কারন তারা সবসময় যে সব রায় নিয়ে আসে তা ক্ষমতার জোরে বুদ্ধির জোরে না । আগামীকাল কি হবে তার জন্য হয়ত কাদের মোল্লার আইনজীবী নিশ্চয় ফন্দি তৈরি করে রেখেছে কিন্তু সরকারী আইনজীবী রা কি তার জন্য প্রস্তুত? কাদের মোল্লার রায়ের বিপক্ষে তৈরি হয়েছিল শাহাবাগে গণজাগরণ মঞ্চ , এই মঞ্চ আস্তে আস্ততে জাগ্রত হয় আবার নিস্তেজ হয়ে যায় ঠিক ভায়াগ্রার মত, ভায়াগ্রা দিয়া সরকারে এই বিশেষ দন্ডের উত্থান পতনে সরকারে কি লাভ ? তা বুঝা যায় না জনগন আছে ধোয়াশার মধ্যে পরিষ্কার হবে কবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.