তিরিশ মিনিট পার হয়ে যায়, তিনশ' বছর পরে
তিরিশ মিনিট থমকে দাঁড়ায় সাতকোটি সংসারে
তিরিশ মিনিট, তিন সহস্র গানের জন্ম হয়
যায় কেটে যায়, তিরিশ মিনিট, সকল শংকা-ভয় । ।
হাঁটুর নিচে গুলির চিহ্ন, গলায় ফাঁসির দাগ
এই নিয়ে ভারতবর্ষে হলো দেশবিভাগ । ।
দেশতো নয়, দেশওয়ালা দাসের জীবন পেলাম
তাইতো অই পাকিস্তান, তোকে দিলান সেলাম ।
।
হঠাৎ আমার ঘড়ির ভেতর কালের প্রসববেদন উঠলো যখন
পদ্মাপ্রখর পলাশ ডায়ালখানা কি আবেদন করে আমায় তখন
কালের ডায়াল দাও, জানায় যখন, তিরিশ মিনিট দম আটকে
কালকাঁটাতে নিজের ভেতর হাজার বছর সময় প্রস্বেদন। ।
দেখো রে ভাই, তিরিশ মিনিট, ছুঁয়ে দেখো মতিন
সাতশ' ঘড়ি টিকটিকালো, আমার ঘরে জন্ম নিলো বাঘা আর যতিন
দেখো গো বোন তিরিশ মিনিট, ছুঁয়ে দেখো সময়
আমার ভাষা, বাংলা ভাষা অমর ও অক্ষয় । ।
তোমার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিও
এক মিছিলে দু'জন যাবো, মরলে বুকে নিও । ।
তিরিশ মিনিট পার হয়ে যায়, ভাষার মিনার দাঁড়ায়
সকল সময়, হায়াত-মঊত, ঘড়ির কাঁটা হারায় । ।
আমরা যারা তিরিশ মিনিট চাক্ষুষে মুদ্রণ
নজরুলের সাম্য আর লাঙ্গল পত্রিকার লিপি
কৃষকের জন্য মৌলানার তর্জনি আর হক সাহেবের ক্রন্দন ।
।
আমরা যারা ছবি হলাম, কিংবা আগামি
ঝড়ে জীর্ন হলে ঘর আমরা ঘরামি __
আমরা আবার তিরিশ মিনিট , আমরা আগামি ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।