সামাজিক বয়কট করুন সেসব লোকদের যারা জন্মেছেন বাংলা পরিমন্ডলে এবং যারা জন্মগত ভাবেও বাঙালী কিন্তু কথা বলতে গিয়ে হোঁচট খেয়ে ভাব নেন যেন তিনি বাংলা বলছেন দয়া করে।
উদাহরন দেই :
গতকাল দেখছিলমা টিভিতে, তিনি দীপ দাশগুপ্ত, শুনুন তার কথা :
এখানে আসি, এই রিজনে ইজ টু ইনজয় এন্ড হাসতে......আজকে সামহাউ কুড নট মেক দ্য ইভেন্ট...আ..আ...বাট যে লেভেলের পারফর্মার তোমরা উইল ডু মাচ বেটার।
আই কামপ্লিটলি এগ্রি কী তুমি ট্যালেন্টেড এবং ফেমাস হবে....যদি তুমি এখন কিছু নাও করছ ( কী বাক্য গঠন), ইন ফিউচার, কারন কী, তোমার আছে টু ক্যাপচার এডিয়েন্স।
তিনি শ্লার ছেলিব্রটি আর উপস্থাপক সেটাকে ঢেকে দেবার আপ্রান চেষ্টায় ২১ ফেব্রুয়ারীর প্রসঙ্গ টেনে তাপ্পি লাগাচ্ছিলেন।
শ্লা, এই সবরে কী করা গেলে যে ঠিক হয় !!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।