চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!
আমরাও ছাত্র
সালাম, রফিক, বরকতের মত।
তাঁরা মিছিল করেছিল
আমরাও মিছিল করি।
তাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ত, মেধাবী, উদ্যোমী।
আমরাও তো কম না!
তাঁরা ১৪৪ ধারা ভেঙ্গেছিল।
আমরাও তো কত কিছু ভাঙ্গি-
বড় বড় যানবাহন, অফিসের দরজা-জানালা
কখনও কতজনের হাত-পা!!
অভিযোগ ছাড়াই
কতজন সেদিন গ্রেফতার হয়েছিল।
আমরাও এখন গ্রেফতার হই
আমরা এখন গ্রেফতার হতে চাই
আমদের নামে কত অভিযোগ!!
তাঁরা রক্ত দিয়েছিল, তাজা বুকের রক্ত।
আমরা এখন শুধু রক্ত দেই না
নিতেও শিখেছি।
আমরা অনেক এডভান্সড!!
তাঁরা সেই কবে লাশ হয়েছে
আজও সারা দেশের মানুষ
সারা পৃথিবীর মানুষ
তাঁদের জন্য শোক করে।
আমরা এখন এতটা আবেগী নই
আমরা লাশের উপর ভর করে
রাজনীতি করি।
লাশের বদল লাশ ফেলি।
বিঃদ্রঃ তাঁদের সাথে নিজেদের মেলাবার ধৃষ্ঠতা কেউ যেন ক্ষমা না করে, কিন্তু কি করব আর পারি না... দেখিয়ে শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।