আমি মাঝেমাঝে ভাবি আমার জীবনটা কেন এমন হলো, অন্যরকম হলো না ঠিক সে রকম যে রকম আমি নিজেকে গড়তে চাই।
তুমি অসুন্দর হলে, আমিও অসুন্দর,
তোমার চোখের আকাশটা পৃথক রঙের নীল।
তুমি শুধু তোমার মতই সুন্দর,
তুমি শুধু তোমার মতই কোমল.
এজন্যই তোমার ছবিটি মনের মধ্যে গেঁথে রাখতে পারি,
যখন দেখতে ইচ্ছে করে বের করে দেখতে পারি,
তুমি শুধু আমার জন্যে-ই,
একান্তাই আমার জন্যে। ।
তুমি অসুন্দর হলে আকাশে কোনো রংধনু থাকবেনা,
প্রকৃতিতে কোনো সৌন্দর্য থাকবেনা,
তুমি শুধু তোমার মতই সুন্দর।
তোমার কোনো প্রতিদ্বন্দী নেই,
একমাএ তুমিই তোমার প্রতিদ্বন্দী।
আর এজন্যই তোমার ছবিটি মনের মধ্যে গেঁথে রাখতে পারি,
যখন ইচ্ছে করে বের করে দেখতে পারি।
(অদ্ভূতমেয়ের জন্য। । ।
। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।