আমাদের কথা খুঁজে নিন

   

তুলনা করে ভোট দিন: জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তরুণ প্রজন্মের ভোটারদের প্রধান দুই দলের মধ্যে তুলনা করে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘শুধু দুই দলের কথা না বলে দলগুলোর মধ্যে তুলনা করুন। আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভোট দিন। ’

আজ শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে জয় এসব কথা বলেন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামের একটি সংগঠন ‘লেটস টক’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জয় মেধাবী ও যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। তিনি তরুণদের সঙ্গে আলোচনায় দেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, রূপকল্প-২০২১, তরুণদের নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।   গতকাল রাজধানীতে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন জয়। সেখানে তিনি ‘অসমাপ্ত বিপ্লব’ শেষ করতে আবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

আজ চট্টগ্রামে আবারও বিপ্লবের প্রসঙ্গ তুলে জয় বলেন, ‘স্বাধীনতার পর যে বিপ্লবকে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই অসমাপ্ত বিপ্লব আবারও শুরু হয়েছে। বাংলাদেশকে এত দিন “ফেইলর স্টেট” বলা হতো, এখন বলা হচ্ছে “নেক্সট ইলেভেন”, “রাইজিং স্টার”। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।