নূর রবি
তোমার আছে শহর ঝলসানো চুল-শুকানো রোদ ,
আমার আছে আকাশভর্তি সাদা মেঘের রুপের অহংবোধ ।
তোমার আছে চিন্তামাখানো বিস্তর কপালের ভাজ ,
আমার আছে পশ্চিম আকাশের শেষ বিকেলের চিরচেনা রক্তাভ সাজ ।
তোমার আছে সন্ধ্যা প্রদীপের মায়ামাখা আলো ,
আমার আছে স্নিগ্ধ আধার , যেন আলুকেশি কালো ।
তোমার আছে বসন্তের শাড়িতে এক আচলভর্তি সুতার ফুল ,
আমার আছে তোমার অভাব , আর গুটি কয়েক ভুল ।
তোমার আছে বা'পায়ের রুপালী পায়েলের অদ্ভুত ঝংকার ,
আমার আছে তোমাকে কিংবা তোমার মত কাউকে না পাওয়ার গভীর হাহাকার !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।