আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা সঠিক ভাবে রাষ্ঠিয় আনুষ্ঠানিকতা পালন করি।

ওরা পূজার উদ্দেশ্যে শহীদ মিনার যায়না বুঝলেন ভাই! তারা শিরকের নিয়ত করে শিরক করে না । এমনি এমনি শিরক করে। বুঝলেন? তা-ই তো ওরা খালি পায়ে যায় । তা-ই তো ওরা বিনিম্র হয়ে যায়। তাই তো ওরা ফুল নিয়ে যায় ।

তাই তো ওরা নুয়ে ঝুকে খাম্বার তলে ফুল রাখে । তাই তো ওরা খাম্বার গোড়াকে 'বেদী'' বলে ! তাই তো সেই বেদিকে ''প্রবিত্র'' বলে ডাকে । তাই তো জুতা নিয়ে উঠলে পবিত্রতা হানি ঘটে । তাই তো আদালত রায় দিয়েছে ''বেদী'' পবিত্র। বুঝলেন ভা-ই এগুলো তো ওরা পূজার জন্য করে না।

তাদের নিয়ত তো পূজার জন্য না । কুরআন হাদিসের কথাও কি আছে শহীদ মিনারে ফুল দেওয়া শিরক? কেউ দেখাইতে পারবেন? যেহেতু কুরআন হাদিসে সরাসরি কথাও নাই তা-ই এটা জায়েজ! ----------------------------------------- ওরা ইবাদতের উদ্দেশ্যে করে না অথচ ইবাদতের বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে। যেমনঃ খালি পায়ে যাওয়া, বিনম্র হওয়া, মাথা ঝুকে ফুল দেওয়া, সম্মান দেখানো, বেদিকে পবিত্র বলা ইত্যাদি !!! জুতা নিয়ে উঠলে বেদির অসম্মান হয় কেন যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়? ঢিল দিয়ে ফুল দিলে অসম্মান হয় কেন যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়? খাম্বাগুলোকে সম্মান না দিলে দোষ হয় কেন যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়? বিনম্র না হলে অন্যায় হয় কেন যদি ইবাদতের উদ্দেশ্যে না হয়? -------------------------------------------------------------------- তারপরেও একই কথা'' আমরা তো ইবাদতের জন্য করি না''! ------------------------------------------------------------------------ কুরআন হাদিসের কোন জায়গায় আছে যারা শহীদ মিনারে যাবে ফুল দিতে তাদেরকে ধরে ধরে বেত্রাঘাত করা নিষেধ? আছে কোথাও? নাই। তাহলে খন ধরে ধরে ঐগুলোকে বেতানো উচিত। যেহেতু কুরআন হাদিসে নিষেধ এর দলিল কোথাও নাই যে ''শহীদ মিনারে গেলে বেতানো যাবে না' অতএব ওগুলোকে বেতানো হোক! কি বলেন সবাই? ----------------------------------------------------------------------- ওরা দলিল খুজতেছে! সহিহ হাদিসে এসেছে, কেয়ামতের পূর্বে মুসলিমরা কাফেরদের হুবুহু অনুকরণ করবে ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে চুনকাম করা ও সৌধ তৈরী করা থেকে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের উপর বসা ও সৌধ তৈরী করা থেকে নিষেধ করেছেন। [মুসলিম] যেখানে কবরের উপরে সৌধ নির্মান নিষেধ করা হয়েছে সেখানে এখন যেখানে কবর নাই সেখানে সৌধ নির্মান করা জায়েজ হয়ে গেল? কোথায় শহীদের কবর আর কোথায় সৌধ? যেখানে কবরেই ফুল দেওয়া নিষেধ সেখানে সৌধের মধ্যে ফুল দেয়া কিভাবে বৈধ হলো? যেখানে কবরে পাকা করে চুনকাম করে সৌধ বানানোই নিষেধ সেখানে কোনো কবর ছাড়াই শহীদদের স্মরণে সৌধ তুলে ফুল দেওয়া কে কি বলবেন? আবু সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত নবী (সাঃ)বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষন না আমার উম্মত পুর্ব যুগীয়দের আচার-অভ্যাসকে বিঘতে বিঘতে ,হাতে হাতে গ্রহন করবে। তারা যা করবে তোমরা তাই করবে এবং তাদের তোমরা অনুকরন করবে ,জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুলাল্লাহ এরা কি ইহুদি ও নাসারা ? তিনি বললেন আর কারা । বুখারী – ইসলামিক ফাউন্ডেশন – ১০ম খন্ড -৬৮২১ নং হাদীস দলিল খুঁজে পায় না ওরা !!!!!!!!!!!!! এই যে বৌদ্ধরা মূর্তির পাশে মাথা ঝুকে প্রনাম করে।

দেশ প্রেমিকরাও প্রতিকৃত সামনে মাথা ঝুকে ফুল দেয়। ওরা প্রসাদ দেয় আর এরা ফুল দেয় । হিন্দুরা দেব দেবীর বেদিতে ফুল দেয় আর এরা খাম্বা বানিয়ে তারপরে ফুল দেয়। হিন্দুদের মূর্তির গোড়া কে ''বেদী'' বলে এদের শহীদমিনার এর গোড়াকেও ''বেদী'' বলা হয়। ইহুদিরা জিশুর সম্মানে নিরবতা পালন করে এরাও শহীদ স্মরণে নিরবতা পালন করে ।

--------------------- নাহ! ভাই তারা ইবাদতের জন্য করে না । এমনি এমনি ইবাদতের মত করেই করে । তারা শিরকের নিয়ত করে শিরক করে না । এমনি এমনি শিরক করে। বুঝলেন?from তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও · facebook ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.