আমাদের কথা খুঁজে নিন

   

"নির্বাসিতের আপনজন" সিরিজটি বই আকারে বেরিয়েছে।

যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

আমার ব্লগে লেখালেখির সূত্রপাত হয়েছিল এই সিরিজটি দিয়ে। এখানে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোকে নিয়ে লিখেছিলাম। এখানে যখন আমি সিরিজটি লিখছিলাম তখন অনেকেই আমাকে উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন যে আমার লেখা তাদের কাছে ভাল লাগছে। এত জনের উৎসাহ ছাড়া কোনভাবেই আমি কুড়ি পর্বের এই সিরিজটি লিখতে পারতাম না।

বেশ কয়েকজনে তখন আমাকে সিরিজটিকে বই আকারে বের করার পরামর্শ দিয়েছিলেন। এরই মাঝে এগিয়ে এলো আমার এক পুরনো বন্ধু। তারই উৎসাহ এবং আর্থিক আনুকূল্যে অবশেষে বই হিসেবে বেরুলো সিরিজটি। বইটির প্রকাশক পলল প্রকাশনী। বাংলা একাডেমীর বই মেলাতে তাদের স্টলে (স্টল নাম্বার ১৩৪) বর্তমানে পাওয়া যাচ্ছে বইটি।

কারো যদি ইচ্ছে করে তাহলে সেখান থেকে কিনতে পারেন বইটি। সেখানে না পাওয়া গেলে বন্ধু প্রফেসর ইয়ারুল কবীরের সাথে যোগাযোগ (ফোনঃ ০১৭১০৩২৭৭১৬) করা যেতে পারে। আশাকরি বইটি আপনাদের ভালো লাগবে। ও ভালো কথা-বইটির লেখক হিসেবে আমি আমার "নির্বাসিত" নিকটি ব্যবহার করিনি। আমার পিতৃদত্ত নামটিই ব্যবহার করেছি (যেটি বই কিনলে জানতে পারবেন)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।