আমাদের কথা খুঁজে নিন

   

২৭তম বিসিএস::দ্বিতীয়বার বাদ পড়া প্রার্থীদের ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে::



২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণ হয়ে দ্বিতীয়বার বাদ পড়া প্রার্থীদের আবারও ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী দুই মাসের মধ্যে তাঁদের চাকরি দেবে সরকার। গতকাল মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় তাঁর প্রশ্নটি লিখিত আকারে টেবিলে উপস্থাপন করা হয়। নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ২৭তম বিসিএসসে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশকৃত কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষায় সুপারিশ না পাওয়া প্রার্থীদের হাইকোর্ট থেকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কারণে আপিল করা হয়েছে। তবে ২৭তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষায় পিএসসির সুপারিশ থেকে বাদ পড়া এক হাজার ১১৪ প্রার্থীকে চাকরিতে নিয়োগদানের জন্য সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ১০০ নম্বরের একটি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়ার সুপারিশ করে। ১০০ নম্বরের মধ্যে সাধারণ জ্ঞানের ওপর ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। পাস নম্বর হবে ৪০। উত্তীর্ণ প্রার্থীদের ক্যাডার অথবা নন-ক্যাডার পদে চাকরি দেওয়া হবে।

এ প্রক্রিয়া চলছে, যা দুই মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে। ২০০৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিল করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এতে প্রথমবার উত্তীর্ণ সহস্রাধিক প্রার্থী দ্বিতীয়বার বাদ পড়েন। Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.